১| স্বেচ্ছা রক্তদাতার সংখ্যা বৃদ্ধির লক্ষ্যে প্রচলিত শিক্ষা ক্রমগুলির প্রসারে নিজ নিজ এলাকায় সংগঠনগুলিকে আরো উদ্যোগী হতে হবে। ২| থ্যালাসেমিয়া প্রতিরোধ ও আক্রান্তদের রক্ত সঞ্চরণ পরিষেবা সংক্রান্ত ন্যায্য অধিকার সুনিশ্চিত্তকরণে স্বেচ্ছা রক্তদাতা সংগঠনগুলিকে কমপক্ষে ন্যূনতম ১টি করে কর্মশালা করার উদ্যোগ নিতে হবে। ৩| পশ্চিমবঙ্গ সরকারের সমস্ত ব্লাড সেন্টারগুলিকে আধুনিক পরিষেবার অন্তর্ভুক্ত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে নিবিড় সংযোগ স্থাপন করতে হবে। ৪| ফেডারেশনের নিজ উদ্যোগে IEC তৈরীর ব্যবস্থা গ্রহণ করতে হবে।
৩৫তম রাজ্য সম্মেলন-২০২৩
আয়োজক: আলিপুরদুয়ার মানবিক মুখ
তারিখঃ ১৪-১৬ অক্টোবর ২০২২
স্থানঃ পৌরসভা হল, আলিপুরদুয়ার
গৃহীত সুপারিশগুলি হল–
১) ফেডারেশনের Web-Page খোলার ব্যবস্থা করতে হবে। ২) রক্তদান আন্দোলনকে আরও সুদৃঢ় করতে ও ভবিষ্যৎ রক্তদাতা তৈরীর লক্ষ্যে রাজ্যের সমস্ত সদস্য সংগঠনগুলিকে বিদ্যালয় পাঠক্রম-এর উপর গুরুত্ব দিতে হবে। ৩) রাজ্যে কর্মরত সংগঠনগুলির সাথে আরও নিবিড় সংযোগ স্থাপনের উদ্দেশ্যে প্রত্যেক জেলায় জেলা সমন্বয় কমিটি গঠনের উদ্যোগ নিতে হবে। ৪) ব্লাড সেন্টার (ব্যাঙ্ক) ভিত্তিক রক্তের চাহিদার ১০০ শতাংশ স্বেচ্ছা রক্তদানের মাধ্যমে সংগ্রহের সুনিশ্চিতকরণে স্থানীয় সদস্য সংগঠনগুলিকে উদ্যোগী হতে হবে। ৫) বছরে অন্ততঃ ৫টি করে অংশগ্রহণমূলক একদিবসীয় সার্টিফিকেট কোর্স করার যথোপযুক্ত উদ্যোগ সংগঠনগুলিকে নিতে হবে। ৬) থ্যালাসেমিয়া রোগ নির্মূলকরণে রাজ্যের কর্মরত সংগঠনগুলিকে প্রশাসনিকস্তরে নিবিড় সম্পর্ক গড়ে তুলতে হবে। ৭) রক্তদান সম্পর্কিত প্রচলিত কোর্সগুলির আলোচনাসভার, কর্মশালার ও বিদ্যালয় পাঠক্রমগুলি পরিচালনার জন্য উপযুক্ত প্রশিক্ষক তৈরীর উদ্যোগ ফেডারেশনকে নিতে হবে।